বাড়ি নির্মানে রডের বিশেষ গুরুত্ব বহন করে যা আপনার কাঠামোকে শক্তির মূল মন্ত্র হিসেবে গণ্য করা হয়

কাঠামোর বিশেষ  উপাদান গুলো রড সিমেন্ট কনক্রিট 




বাড়ী নির্মানে রড, সিমেন্ট, বালি , ইটের হিসাব বুঝেন তো

গাথুনী এবং প্লাস্টারের হিসাব

১০ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।

০৫ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।

গাথুনী এবং প্লাস্টারে বস্তা সিমেন্টে বস্তা বালি। তবে বস্তাও দেওয়া যায়।

নিচের ছলিং প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।

টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।

এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = .৮৩৩)এবং গাথুনীতে প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।

* ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।

* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে : অনুপাতে সিমেন্ট লাগে ব্যাগ।

* গাথুনীর প্লাষ্টারে : অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে : অনুপাতে সিমেন্ট দিতে হয়।

* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = .০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

* মসলা ছাড়া টি ইটের মাপ = ( /”* /”* /”)

মসলাসহ = (১০”*”)10 mm =1 cm

100 cm = 1 m (মিটার)Convert

1″ = 25.4 mm

1″ = 2.54 cm

39.37″ = 1 m

12″ = 1′ Fit

3′ = 1 Yard (গজ)

1 Yard = 36″

72 Fit = 1 bandil.

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta

12 mm = 0.888 kg/m = 4 suta

16 mm = 1.579 kg/m = 5 suta

20 mm = 2.466 kg/m = 6 suta

22 mm = 2.983 kg/m = 7 suta

25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন

মিলি মিটার এক ফুট রডের ওজন = .১২০ কেজি।

১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = .১৮৮ কেজি।

১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = .২৭০৬ কেজি।

১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = .৪৮১২ কেজি।

২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = .৭৫১৮ কেজি।

২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = .৯০৯৭ কেজি।

২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . .

8 mm -7 feet -1 kg

10 mm -5 feet -1 kg

12 mm -3.75 feet – 1 kg

16 mm -2.15feet -1kg

20 mm -1.80feet -1kg

22mm -1.1feet -1kg

রডের মাপ ফিট মেপে kg বের করা হয়।

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে। এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।

খোয়ার হিসাব

* টি ইটে = .১১ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

বালির হিসাব

* ১০৯ ফিট = ১২.২৫cft,

* ১০০ sft গাথুনীতে : অনুপাতে সিমেন্ট লাগে ব্যাগ।

* ১০০ sft ১০গাথুনীতে : অনুপাতে সিমেন্ট লাগে ব্যাগ। বালু লাগে ২৪ cft

ঢালাই এর হিসাব

* ১০০ cft ঢ়ালাই :: অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* cft ঢ়ালাই :: অনুপাতে সিমেন্ট .১৭, বালু .৪৩ cft, খোয়া .৮৬ cft লাগে।

==============================================

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ

1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।

2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি

3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।

4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।

5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।

6. এক বর্গমিটার সোলিং চিকন বালির প্রয়োজন=.০১৫ ঘনমিটার

7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=.০৩ ঘনমিটার

9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%

10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ

11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য (NCF) সিমেন্টের প্রয়োজন=.- কেজি

12. ডিপিসি পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের % অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য . কেজি।

13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল

14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=.০৩৪৭ ঘনমিটার

15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি

16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।

17. রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং ইটের পরিমাণ=/.১২৭= টি।

18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২. কেজি।

19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার


Popular

Native Banner

BariPlans chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...