একজন ইঞ্জিনিয়ার একটি বাড়ির প্লান বা নকশা করার সময় সব ধরনের সতর্কতা অবলম্বন করে থাকেন। আমাদের দেশে বাড়ীর মালিকরা খরচের কথা চিন্তা করে একজন প্রফেশনাল আর্কিটেক বা একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে থেকে নকশা বা প্লান করে নিতে চান না। যার ফলস্বরূপ একটি বাড়ি ভবিষ্যৎ ব্যবহারের জন্য ঝুকিপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রথমত আপনাকে জানতে হবে বাড়ীর প্লান বা নকশা কি? নকশা বা প্লান হলো একটি বাড়ির বর্তমান এবং ভবিষ্যত ব্যবহারের নির্দেশিকা। যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার বাড়ী নির্মানের পূর্বেই দেখতে কেমন হবে। আপনার চাহিদা অনুযায়ী জমিতে কতগুলো বেডরুম, ডাইনিং রুম, বাথরুম বা কিচেন হবে সে সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া। একটি বাড়ীর প্লান বা নকশা থেকে বাড়ী নির্মানের বাজেট সম্পর্কে সুষ্ঠ ধারনা পাওয়া যায়।

home plan

বাড়ীর প্লান বা নকশা তৈরীর প্রয়োজনীয়তাঃ

bariplan

একজন ইঞ্জিনিয়ারের সুষ্ঠ আয়োজনের মাধ্যমেই একটি প্লান বা নকশা তৈরী হয়। প্লান তৈরী করার সময় একজন ইঞ্জিনিয়ার সর্বদা খেয়াল রাখেন বাড়ির মালিক যেন সেই প্লানটির দ্বারা উপকৃত হতে পারেন।

 

নিম্নলিখিত কারণে একটি বাড়ীর প্লান বা নকশা করা প্রয়োজনঃ

নকশা বা প্লানের সাহায্যে একটি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়ে থাকে।

একটি প্লানের সাহায্যে বাড়ী নির্মান খরচ কম হয়ে থাকে।

একটি বাড়ীর কক্ষ বা রুমের প্লান করা সহজ হয়ে থাকে।

আলো, বাতাস, পানি, গ্যাস এবং পয়ঃনিষ্কাশন(স্যানিটেশন) ইত্যাদির সুষ্ঠ ব্যবস্থা করতে সাহায্য করে।

একটি বাড়ির নিরাপত্তা(Privacy) এবং সৌন্দর্য্যবর্ধনের সাহায্য করে। এবং একটি বাড়ির সকল ধরনের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করে।

 

বাড়ীর প্লান বা নকশা সম্পর্কের সতর্কীকরণঃ

 

যে সকল দিক খেয়াল রেখে একটি প্লান বা নকশা করা হয়ে থাকে তাহলঃ-

ভৌগলিক দিক (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ) বিবেচনা করে একটি বাড়ির প্লান করা হয়ে থাকে।

সূর্যের আলো এবং বাতাসের দিক ইত্যাদি বিবেচনা করে প্লান করা হয়ে থাকে।

কক্ষের(রুম) ব্যবস্থা, দরজা, জানালা, বারান্দা, সানশেড ইত্যাদি অবস্থার উপর নজর রেখে একজন ইঞ্জিনিয়ার একটি বাড়ীর প্লান বা নকশা করে থাকেন।


Popular

Native Banner

BariPlans chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...