AutoCAD অতি সহজে শিখুন Shortcuts Keyboard এর মাধ্যমে

AutoCAD Keyboard Shortcuts

A = ARC আঁকার জন্য।

AL = কোনো অবজেক্টকে অন্য অবজেক্টেও সাপেক্ষে Align করার জন্য।

AR = ARRAY ডায়ালগ বক্সটি ওপেন হবে।

C= CIRCLE আঁকার জন্য।

CO = কোন অবজেক্টকে Copy করার জন্য।

CHA= Chamfer তৈরীর জন্য।

COL= COLOR ডায়ালগ বক্সটি ওপেন হবে।

D= Dimension Style Manager ওপেন হবে।

DI= Distance বা দূরত্ব পরিমাপের জন্য।

DO= Solid শেপ বৃত্ত আঁকার জন্য।

E = কোন অবজেক্ট বা অবজেক্টের অংশ বিশেষ মুছার জন্য।

EX = অবজেক্টের পরিধি বর্ধিত করার জন্য।

F=FILLET করার জন্য।

FLATTEN = কোন 3D অবজেক্টকে 2D করার জন্য।

G= GROUP ডায়ালগ বক্স ওপেন হবে।

H= HATCH ডায়ালগ বক্স ওপেন হবে।

IM = ড্রয়িংয়ে IMAGE ইনসার্ট করার জন্য।

JPGOUT = ড্রয়িংকে JPG ফরমেটে সেইভ করার জন্য।

L= LINE আঁকার জন্য।

LA= Layer Properties Manager ওপেন হবে।

LEAD = তীর চিন্থ আঁকার জন্য।

LI = অটোক্যাড টেক্সট উইন্ডো ওপেন হবে।

LO = LAYOUT অপশনগুলি দেখা যাবে।

LTS = লাইনটাইপ স্কেল পরিবর্তন করে।

M = কোন সিলেক্টেড অবজেক্টকে Move করার জন্য ব্যবহৃত হয়।

MA = দুট অবজেক্টের Properties এক করার জন্য।

MI = অবজেক্টকে Mirror করার জন্য।

O= Offset তৈরীর জন্য।

P = ড্রয়িং বড় করে দেখার একটি প্রক্রিয়া।

PL= Polyline আঁকার জন্য।

 

 

PLOT= plot/print ডায়ালগ বক্স ওপেন করে।

DDPTYPE= pointstyle পরিবর্তন করা যায়।

PR= PROPERTIES ডায়ালগ বক্স ওপেন হবে।

REC= Rectangle আঁকার জন্য।

REN= Blocks, Layer ইত্যাদির নাম পরির্বতনের জন্য।

RO = কোন অবজেক্টকে রোটেট বা ঘুরানোর জন্য।

SP = টেক্সেটের বানান চেক করার জন্য।

T= Multiline Text লিখার জন্য।

TB= TABLE আঁকার জন্য।

TR= Trim করার জন্য।

U = শেষ কমান্ডটিকে Undo করার জন্য।

UN= UNITS ডায়ালগ বক্স ওপেন করে।

V= VIEW ডায়ালগ বক্স ওপেন করে।

Z= ZOOM করার জন্য।

CTRL+1= properties প্যানেল on/off হবে।

CTRL+2 = ডিজাইন সেন্টার অন/অফ হবে।

CTRL+3= Tool Palettes অন/অফ হবে।

CTRL+8= Calculator window অন/অফ হবে।

CTRL+A = সবকিছু সিলেক্ট হবে।

CTRL+C = কোন অবজেক্ট কপি করার জন্য।

CTRL+H গ্রুপ অন/অফ হবে।

CTRL+J = শেষ কমান্ডের পুনারাবৃত্তির জন্য।

CTRL+N= NEW ডায়ালগ বক্স ওপেন হবে।

CTRL+O= Open ডায়ালগ বক্স ওপেন হবে।

CTRL+P= PLOT ডায়ালগ বক্স ওপেন হবে।

CTRL+S= SAVE ডায়ালগ বক্স ওপেন হবে।

CTRL+SHIFT+S= Save as ডায়ালগ বক্স ওপেন হবে।

CTRL+V = কোন অবজেক্ট Paste করার জন্য।

CTRL+X = কোন অবজেক্ট Cut করার জন্য।

CTRL+Y=REDO করার জন্য।

CTRL+Z= UNDO করার জন্য।

DDI = সার্কেল/আর্কের ডায়ামিটার প্রর্দশন করে।

ML= Multilines টেক্সট লিখার জন্য।

POL= POLYGON আকাঁর জন্য।

LW= LWEIGHT ডায়ালগ বক্স ওপেন হবে।

F1= HELP ওপেন হবে।

F2= অটোক্যাড টেক্সট উন্ডো ওপেন হলে।

F7= GRID অন/অফ হবে।

F8= ORTHO অন/অফ হবে।

F9= SNAP অন/অফ হবে।

B = Boundary

BR= Break

B= block

Reg = rejoin

Ed= Edit text

He = hatch edit

Li= list area Ber KORAR jonno

F3 = Osnap on/off


Popular

Native Banner

BariPlans chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...